Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ছাগলাদহ বুড়ি মায়ের গাছতলা
স্থান

খুলনা জেলার তেরখাদা থানার ছাগলাদহ ইউনিয়নের একবারে সন্নিকটে অর্থাৎ পরিষদ ভবনের পিছনে।

কিভাবে যাওয়া যায়

তেরখাদা থেকে বাস/টেম্পু যোগে হাড়িখালী বাসষ্ট্যান্ড, হাড়িখালী বাসষ্ট্যান্ড থেকে ভ্যানে ছাগলাদহ বুড়ি মায়ের গাছতলা। খুলনা থেকে জেলখানা ঘাট পার হয়ে সেনের বাজার তারপর বাস/টেম্পু যোগে হাড়িখালী বাসষ্ট্যান্ড, হাড়িখালী বাসষ্ট্যান্ড থেকে ভ্যান করে ছাগলাদহ বুড়িমায়ের গাছতলা অথবা সেনের বাজার থেকে পাতলার টেম্পু যোগে ছাগলাদহ বুড়িমায়ের গাছতলায় আসা যায়।

বিস্তারিত

আদিকাল থেকেই এই বুড়ি মায়ের গাছতলা। এখানে অনেক আগে থেকেই একটি গাছকে কেন্দ্র করে হিন্দু ধর্মের লোকজন পুজা দিত। এখানে অনেকেই অনেক মনত করত যাহা থেকে তাহার মনের বাসনা পূর্ন হত। কেহ োগের মানত করলে তাহার রোগ থেকে মুক্তি পেত। প্রতি বছর বৈশাখ মাসের শেষ শনি অথবা মঙ্গলবারে মেলা হয়। এই মেলায় বিভিন্ন এলাকা থেকে হিন্দুধর্মাবলম্বী লোকজন আসে। এছাড়া সকল ধর্মের লোকজন ও আসে। এখনও পর্যন্ত এ অবস্থা বিদ্যমান। (সংকিপ্ত বর্ননা)