আপোষ নামাঃ
বাদী বিবাদী
মোঃ রবিউল ইসলাম আশ্রাফুল মোল্যা (দিং)
পিতা-মৃত নুরোল হক মোল্যা পিতা-মৃত সাইফুদ্দিন মোল্যা
গ্রাম-চরকোদলা, গ্রাম-চরকোদলা
উপজেলা-তেরখাদা উপজেলা-তেরখাদা
জেলা-খুলনা জেলা-খুলনা।
অদ্য ইংরেজী ১৮-০১-২০১৭ তারিখ রোজ রবিবার সকাল ১০ ঘটিকায় অত্র ৩নং ছাগলাদহ ইউ,পি কার্যালয়ে বসিয়া উল্লেখিত পক্ষদ্ধয়ের মধ্যে বিবাদমান মনমালিন্য মিমাংসা কল্পে ইউ,পি চেয়ারম্যান জনাব এস,এম দীন ইসলাম সাহেবের সভাপতিত্বে এক সালিশি সভা অনুষ্টিত হয়। সভার উপস্থিত ইউ,পি সদস্য এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উভয় পক্ষের বক্তব্যে শোনেন এবং প্রতিবেশী সাক্ষীগনের সাক্ষ প্রমানে জানাযায় পক্ষদ্ধয় আপনই চাচাত ভাই। সামান্যতম কারনে নিজেরা ভূল বুঝাবুঝি করিয়া ঝগড়া ঝাটি করে মন মালিন্যের সৃষ্টি করে। সভায় উপস্থিত বিঞ্জ সালিশগন চেয়ারম্যান সাহেবের উপস্থিতিতে পক্ষাদ্ধয়ের সকল ভাইদের ভূল বুঝা বুঝির অবসান ঘটাইয়া হাতে হাত ও বুকে বুক মিলাইয়া দেন। এবং চেয়ারম্যান সাহেব উভায় পক্ষের উদ্দেশ্য এক নাতি দীর্ঘ (বক্তব্যে) রাখিয়া বলেন তোমরা পক্ষদ্ধয় অত্র এলাকার একটি সম্রান্ত পরিবাবের লোক। তোমাদের আত্ন সম্মান বোধ থাকা উচিত। সামান্য কারনে ঝগড়া ঝাটি করিয়াছ এবং বিরোধের সৃষ্টি করিয়াছ। ভবিষ্যতে আর কখন এরুপ করিবেনা। অতঃপর পক্ষদ্ধয় ও অঙ্গীকার করেন তাহারা আর কখন ও এরুপ করিবেনা।
অতঃপর সভার আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব সকলকে ধন্যবাদ জানাইয়া সভার সমাপ্তি করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস