Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ছাগলাদহ ইউনিয়ন

আঠার বাকী নদীরে গড়ে উঠে এই বাজার। এবজারের পাশে আছে বুড়ি মায়ের গাছতলা। এক ব্যবসায়ী এই বুড়ি মায়ের গাছ তলায় মানত করে যে তার ব্যবসায় লাভ হলে একটি ছাগল দান করবেন।কিন্ত তিনি সেই ছাগল দান করেন নাই যার পরিপ্রেক্ষিতে তাহার নৌকা ভরা ছাগল নিয়ে হাটে যাওয়ার সময় এই বাজারের সন্নিকটে আসা মাত্র নৌকাটি ডুবে যায় এবং সমস্ত ছাগল মারা যায় বা দহন হয়ে যায় যাহার কারনে এই বাজারের নাম রাখা হয় ছাগলাদহ বাজার আর এই বাজার ছিল অত্র এলাকার সর্ববৃহত্তম বাজার আর এই বাজারের নাম অনুসারে ইউনিয়নের নাম করন করা হয় ছাগলাদহ ইউনিয়ন।

ক) নাম – ৩নং ছাগলাদহ ইউনিয়ন পরিষদ

খ) আয়তন – ২৪.৭০ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ৩৭,০০০ জন (প্রায়)

ঘ) গ্রামের সংখ্যা – ২২ টি।

ঙ) মৌজার সংখ্যা – ১১ টি।

চ) হাট/বাজার সংখ্যা -১ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – বাস/ভ্যান/টেম্পু

জ) শিক্ষার হার – ৪৯%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ২৪টি,    

    উচ্চ বিদ্যালয়ঃ ২টি,

    মাদ্রাসা- ৬টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব এস.এম.দীন ইসলাম

ঞ) ঐতিহাসিক/পর্যটন স্থান – ১টি।

ট) ইউপি ভবন স্থাপন কাল –১২ /০২/২০০৮ইং।

ঠ) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ১১/০৫/২০১৬ইং

                                    ২) প্রথম সভার তারিখ – ১৫/০৫/২০১৬ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ১০/১০/২০২১ইং

ড) গ্রাম সমূহের নাম –

             ইছামতি                   বয়ারগাতী                  চরকুশলা

            বসুন্দারীতলা                রাজনগর                  কুমিরডাঙ্গা

            পাতলেডাঙ্গা                 কুললা-২                   পহরডাঙ্গা

            ধানখালী                    নৌকাডুবি                  গাজীপুর

            কুশলা                       আড়কান্দী                  নলামারা

            হিন্দু কুশলা                 কোদলা                     হাড়িখালী

            মন্ডলগাতী                  নেবুদিয়া                    জুনারী

           মশুনদিয়া

        

ঢ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।

              ৪) ডিজিটাল সেন্টার  - ৩জন