আঠার বাকী নদীর তীরে গড়ে উঠে একটি বাজার। এ বাজারের পাশে আছে বুড়ি মায়ের গাছতলা। এক ব্যবসাহী ছাগলের ব্যবসা করতেন এবং ছাগলগুলি নৌকায় করে হাটে নিয়ে যেত। একদিন তিনি বুড়ি মায়ের গাছতলায় মানত করে যে, তার ব্যবসায় লাভ হলে একটি ছাগল দান করিবেন। তার ব্যবসায় লাভ হলো কিন্তু তিনি সেই ছাগল দান করেন নাই। যাহার পরিপ্রেক্ষিতে তাহার নৌকা ভরা ছাগল নিয়ে হাটে যাওয়ার সময় এই বাজারের সন্নিকটে আসা মাত্র নৌকাটি ডুবে ডায় এবং সমস্ত ছাগল মারা যায় বা দহন হয়ে যায়। যাহার কারনে এই বাজারের নাম করন করা হয় ছাগলাদহ বাজার। আর এই বাজার ছিল অত্র এলাকার সর্ববৃহত্তম বাজার। আর এই বাজারের নাম অনুসারে ইউনিয়নের নাম করন করা হয় ছাগলাদহ ইউনিয়ন।
ছবি
সংযুক্তি
সংযুক্তি (একাধিক)